thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

চাঁদপুরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

২০১৮ জুলাই ২২ ১৪:০৬:২২
চাঁদপুরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে।

রবিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ৫নং সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে ফুফাতো ভাইবোন।

মৃত শিশুরা হল- উপজেলার পাটোয়ারী বাড়ির কামরুল পাটোয়ারীর ছেলে আসিফ পাটোয়ারী (৪) ও কামরুলের ছোট বোন কুসুম বেগমের মেয়ে তানিশা আক্তার (৬)। তানিশার কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামের দিদার হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুলের ছোট বোন কুসুম বেগম বাবার বাড়িতে বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে মেয়ে তানিশা আক্তার ও আসিফ নিখোঁজ হয়। পরে পুকুরঘাটে তাদের মৃতদেহ ভেসে উঠতে দেখে। তাৎক্ষণিক তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা সম্পর্কে ফুফাতো ভাইবোন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামে দুই চাচাতো ভাই পানিতে ডুবে মারা যায়।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর