thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আটক

২০১৮ জুলাই ২২ ১৮:৪০:৫০
মাগুরায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আটক

মাগুরা প্রতিনিধি: মাগুরায় মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীমকে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা এবং নি:শর্ত মুক্তির দাবিতে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল জজ কোর্টের সামনে থেকে মিছিল বের করে। পুলিশী বাধায় মিছিল কারীরা প্রধান সড়কে মিছিল করতে না পেরে পথসভা করে।

পথ সভায় বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু, সুমন হোসেন প্রমূখ।

বক্তারা, অবিলন্বে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দিয়ে তার সু-চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুশিয়ারী দেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীমকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মামলার বিষয়ে পরে জানানো হবে।

(দ্য রিপোর্ট/এসআই/এমএসআর/জুলাই ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর