thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুড়িগ্রামে তিনটি স্বর্ণের বার-মোটরসাইকেলসহ আটক ১

২০১৮ জুলাই ২২ ১৯:৩১:৪০
কুড়িগ্রামে তিনটি স্বর্ণের বার-মোটরসাইকেলসহ আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে তিনটি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও আট হাজার টাকাসহ দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দেলোয়ার হোসেন উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিয়াডাঙ্গা বিজিবির সদস্যরা ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ডে দেলোয়ারকে অনুসরণ করে দেওয়ানের খামার এলাকায় তাকে আটক করে। এসময় তার দেহতল্লাশি করে তিনটি স্বর্ণের বার, আট হাজার টাকা পাওয়া যায়। পরে তাকে বহনকারী মোটরসাইকেলসহ তাকে আটক করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়।

কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার জানান, ৩০ ভরি ওজনের তিনটি স্বর্ণের বার, আট হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর