thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

সাকিব-তামিমের অর্ধশতকে এগোচ্ছে বাংলাদেশ

২০১৮ জুলাই ২২ ২১:৫৩:৩৪
সাকিব-তামিমের অর্ধশতকে এগোচ্ছে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ের শুরুতেই শূন্য ফিরে যান আনামুল হক। দলের রান তখন মোটে এক। তার পর ব্যাটে আছেন সাকিব আল হাসান।

ওপেনার তামিমের সঙ্গে দলকে ধীরে ধীরে এগিয়ে নেন তারা। ম্যাচের ৪.৪ ওভারে গায়ানায় বৃষ্টি নামে। বাংলাদেশ তখন ১ উইকেট হারিয়ে ১০ রানে ব্যাট করছিল। বৃষ্টির পরে ব্যাট দলকে এগিয়ে নেন সাকিব এবং তামিম। তাদের দু'জনের ব্যাটে ২৬ ওভারের মাথায় শত রানে পৌছায় বাংলাদেশ। তামিম ইকবাল ৮৭ বলে অর্ধশতক পূর্ণ করেন। এছাড়া সাকিব ৬৭ বলে করেছেন অর্ধশতক। তাদের দু'জনের জুটিও হয়েছে শতরানের। শেষ খবর পর্যন্ত বাংলাদেশ ২৮ ওভারে ১২০ রানে ব্যাট করছে। বাংলাদেশ দলে এই ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরছেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরা মুস্তাফিজ আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে পারেননি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন না তিনি। ওদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন আন্দে রাসেল। দীর্ঘ প্রায় তিন বছর পরে আবার ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে নামছেন তিনি। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলে তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে খেলবেন আনামুল হক। প্রস্তুতি ম্যাচে অর্ধ শতকের দারুণ এক ইনিংস খেললেও দলে জায়গা হয়নি লিটস দাসের। তার বদলে দুইয়ে ব্যাট করতে দেখা যাবে সাব্বির রহমানকে। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, আনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক, মেহেদী মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, ইভান লু্ইস, শাই হোপ (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাউয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, আসলি নার্স, আলজারি জোসেপ।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২২,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর