thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চুয়াডাঙ্গায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

২০১৮ জুলাই ২৩ ০৮:৪১:০৫
চুয়াডাঙ্গায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে রাজীব (২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২২ জুলাই) রাত ৮টার দিকে আসমানখালী বাজারের অদূরে টাওয়ার মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।

নিহত রাজীব আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামের সোনা মিয়ার ছেলে।

আলমডাঙ্গার গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসাদুর রহমান গণমাধ্যমকে জানান, রাজীব পেশায় একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিনের মতো রবিবার রাতেও আসমানখালী বাজার থেকে মাছ বিক্রি করে নিজ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে রাজীব আসমানখালী বাজারের অদূরে টাওয়ার মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর