thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৮ জুলাই ২৩ ১২:২৬:৪৬
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছবাহী পিকআপ ভ্যান ও পণ্যবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার (২৩ জুলাই) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক সিরাজুল ইসলাম (৪০) ও তার সহযোগী লোকমান মিয়া (৩২)। আহতরা হলেন- ভজন সরকার (১৯) সাধু দাস (১৮) ও কাভার্ড ভ্যানের চালক কামাল হোসেন (৪৫)। তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, সকালে ঢাকা-সিলেট মাহসড়কের বৈশামুড়া এলাকায় সিলেট অভিমুখী একটি পণ্যবোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছের পোনাবোঝাই অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সিরাজ মিয়া ও তার সহযোগী লোকমান হোসেন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর