thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ১৬০

২০১৮ জুলাই ২৩ ১৮:২৩:২৮
ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ১৬০

দ্য রিপোর্ট ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের বাবাজানি শহর।

রবিবার দুপুরের এই ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১৬০। রিখটারস্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। খবর প্রেসটিভি। কেরমানশাহ প্রদেশের গভর্নর হুশাং বাজভান্দ বলেছেন, আহতদের মধ্যে অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভূমিকম্পে ৫৪টি আবাসিক ভবনের ক্ষতি হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা দুর্গত এলাকার লোকজনকে ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা করছেন। গোটা কেরমানশাহ প্রদেশে ভূমিকম্প অনুভূত হয় এবং লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

২০১৭ সালের নভেম্বরের শক্তিশালী ভূমিকম্পে এই শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই ভূমিকম্পে নিহত হয়েছিল অন্তত ৫০০ মানুষ আর আহত হয়েছিল সহস্রাধিক মানুষ।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর