thereport24.com
ঢাকা, রবিবার, ৯ মার্চ 25, ২৫ ফাল্গুন ১৪৩১,  ৯ রমজান 1446

তিন সিটি নির্বাচন নিয়ে ইসির জরুরি সভা বুধবার

২০১৮ জুলাই ২৪ ১৮:১০:৩৩
তিন সিটি নির্বাচন নিয়ে ইসির জরুরি সভা বুধবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার (২৫ জুলাই) জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রাজশাহী, বরিশাল ও সিলেটের বিভাগীয় কমিশনার ও তিন সিটির পুলিশ কমিশনারকে ডাকা হয়েছে। ইসির যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা-২) ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের বৈঠকে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয়ভাবে একটি বৈঠক হলেও এই তিন সিটি নির্বাচন উপলক্ষে দুই দফা বৈঠক করতে যাচ্ছে কমিশন। অবশ্য প্রথম দফার বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থার প্রতিনিধিকে ডাকা হলে এবারের বৈঠকে তিন সিটি থেকে দুইজন করে ছয়জন কর্মকর্তাকে ডাকা হয়েছে। এই বৈঠকে রিটার্নিং কর্মকর্তাদেরও ডাকা হয়নি বলে জানা গেছে। বৈঠকের এজেন্ডা হিসেবে সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, তিনি সিটি নির্বাচন উপলক্ষে গত ১২ জুলাই ইসি আইনশৃঙ্খলা বৈঠক করে। ওই বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীতে জঙ্গি হামলা ও বরিশালে সহিংসতার আশঙ্কার কথা জানিয়ে ছিলেন।

এদিকে আইনশৃঙ্খলা বৈঠকের পর গত ১৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিন সিটিতে গোয়েন্দা নজরদারি বাড়াতে পরিপত্র জারি করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর