thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

পাকিস্তানে নির্বাচন কেন্দ্রে আত্মঘাতী হামলায় নিহত ৩১

২০১৮ জুলাই ২৫ ১৩:৪৫:৩৩
পাকিস্তানে নির্বাচন কেন্দ্রে আত্মঘাতী হামলায় নিহত ৩১

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর কোয়েটায় সাধারণ নির্বাচন কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় তিন পুলিশ ও দুই শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির ইংরেজি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বুধবার (২৫ জুলাই) সকালে সোরা দেশে ভোটগ্রহণ শুরুর পর বেলা ১১টার দিকে কোয়েটার ইস্টার্ন বাইপাস এলাকায় একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়।

কোয়েটা সিভিল হাসপাতালের কর্মকর্তা ওয়াসিম বেগের বরাতে ডন জানিয়েছে, ওই বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। হতাহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকরাও আছে।

কোয়েটা পুলিশের মহা পরিদর্শক মোহসিন বাট বলেছেন, এ ঘটনা আত্মঘাতী হামলা বলেই তাদের মনে হয়েছে। পুলিশ ইতোমধ্যে সেখানে তদন্ত শুরু করেছে।

কোয়েটার ওই আসনটি নির্বাচনের আগে থেকেই স্পর্শকাতর হিসেবে বিবেচিত হচ্ছিল। সেখানে একটি স্কুলে ভোটগ্রহণ চলার মধ্যেই বাইরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাজা হওয়ার পর সেনা হস্তক্ষেপের আশঙ্কার মধ্যেই বুধবার এই সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে পাকিস্তানিরা।

গত জুলাইয়ে এ নির্বাচনের প্রচারের শুরু থেকে সহিংসতা ও জঙ্গি হামলায় বহু মানুষ হতাহত হয়েছে।

এর মধ্যে ১০ জুলাই আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) এক দলীয় বৈঠকে বিস্ফোরণে ২০ জন নিহত হন। এর তিন দিনের মাথায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) এক বৈঠকে বোমা হামলায় এক প্রার্থীসহ অন্তত ১২৮ জন নিহত হন।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৫, ০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর