thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ড দলের অধিনায়ক মিলস

২০১৩ নভেম্বর ০৮ ১৭:৫৬:১৩
শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ড দলের অধিনায়ক মিলস

দিরিপোর্ট২৪ ডেস্ক : বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টোয়েন্টি২০ ম্যাচে একমাত্র স্বান্ত্বনার জয় নিয়ে শ্রীলঙ্কা পৌঁছেছে নিউজিল্যান্ড। সেখানে তারা ৩ ওয়ানডে ও ২ টোয়েনটি২০ ম্যাচ খেলবে। আর এই সফরে দলের নেতুত্ব দেবেন কাইল মিলস। এই সফরে থাকছেন না নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম ও রস টেইল। ১৫৪ ওয়ানডে খেলা মিলস প্রথমবারের মত একটি পূর্ণাঙ্গ সিরিজে দায়িত্ব পালন করবেন এই নতুন অধিনায়ক।

ওয়ানডেতে নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় সরোচ্চ উইকেট শিকারী মিলস এর ওপর আস্থা রাখছে টিম মেনেজম্যান্ট। তিনি নিজেও দায়িত্ব ভালোভাবে পালন করতে আশাবাদী। এদিকে শ্রীলঙ্কার মাটিতে নেমে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে নিউজিল্যান্ড।

১০নভেম্বর থেকে শুরু হতে যওয়া সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে হাম্বানটোটায়। শেষেরটি হবে ডাম্বুলায়। সিরিজের দুটি টোয়েনটি২০ হবে পাল্লেকেলেতে।

ফিকশ্চার:

ওযানডে- ১০, ১২, ১৬ নভেম্বর

টোযেনটি২০-১৯ ও ২১ নভেম্বর

স্কোয়াড:

কাইল মিলস(অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, অ্যান্টন ডেভিচ, গ্র্যান্ট ইলিয়ট, অ্যান্ড্রু ইলিস, টম লেথাম(উইকেট), মিচেল ম্যাক লেনাগ্রান, নাথান ম্যাককুলাম, আডাম মিলন, কলিন মোনরে, জেমস নিসাম, রব নিকোল, লুক রোনচি, হামিশ রাদারফোর্ড ও নেইল ব্রোম।

দিরিপোর্ট২৪ ডেস্ক/এমআই/এসএ/ নভেম্বর ৮,২০১৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর