thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

২০১৮ জুলাই ২৬ ১৮:২০:৩৬
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৬জন।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ইলাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ‘ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। এখনো নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো উদ্ধার করে পুলিশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকটি সিলেটের দিকে যাওয়ার পথে ওসমানীনগরের ইলাসপুর এলাকায় ঢাকাগামী মাইক্রোবাসটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর