thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

আইসিসির ‘ফ্যান অব দ্য উইক’ বাংলাদেশের ছোট্ট আলী

২০১৮ জুলাই ২৭ ০১:২১:০৫

আইসিসির ‘ফ্যান অব দ্য উইক’ বাংলাদেশের ছোট্ট আলী

দ্য রিপোর্ট ডেস্ক : বয়স মাত্র দুই বছর। এই বয়সেই ব্যাট হাতে বেশ পটু ছোট্ট আলী। বাংলাদেশের এই খুদে ক্রিকেটার প্র্যাকটিসে দুর্দান্ত শট খেলে ক্রিকেটপ্রেমীদের বেশ নজর কেড়েছে। তার ব্যাট হাতের দক্ষতায় খুবই মুগ্ধ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই তাকে আইসিসির ‘ফ্যান অব দ্য উইক’ নির্বাচিত করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ক্রিকেট খেলার একটি ভিডিও পোস্ট করে আইসিসি। সেখানে আইসিসির লিখেছে, “মাত্র দুই বছর বয়স। অফ সাইডে তার টেকনিক সত্যিই অবাক করার মতো। আলী-তুমি আইসিসির ‘ফ্যান অব দ্য উইক’। আশা করি তুমি একদিন বাংলাদেশের হয়ে খুব ভালো করবে।”

নিজেদের বাড়ির বারান্দায় বাবার ছোড়া বলে ব্যাট করছিল আলী। তার ব্যাট হাতের দৃঢ়তা সত্যিই চোখ জুড়ানোর মতো। তার বাবাই ভিডিওটি আইসিসির কাছে পাঠিয়ে ছিল। ভিডিওতে দেখা যায়, তার বাবা বল ছুড়ে দিচ্ছেন। আর আলী চমৎকার সব স্ট্রোক খেলছে। অফ সাইডে তার দক্ষতা অনেককেই অবাক করবে।

ছোট্ট আলীর বাড়ি ফরিদপুর জেলার মধুখালীতে। সেখানেই থাকছে তারা। এই ধারাবাহিকতা ধরে রাখাতে পারলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে সে।

আলীর ব্যাটিংয়ের সেই ভিডিওর লিঙ্ক :

( দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৭,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর