thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

ধামরাইয়ে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ২

২০১৮ জুলাই ২৭ ১২:৫৪:২৬
ধামরাইয়ে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি: ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পিকআপ ও লেগুনা মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- পিকআপচালক সুজন মিয়া ও হেলপার কহিনুর ইসলাম।

শুক্রবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, সাভারের নবীনগর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌঁছলে যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক ও হেলপার নিহত হন। এছাড়া আহত হন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর