thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সংলাপ নয়, বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক কথাবার্তা: সেতুমন্ত্রী

২০১৮ জুলাই ২৭ ২০:০৮:৪২
সংলাপ নয়, বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক কথাবার্তা: সেতুমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই। তবে অনানুষ্ঠানিক সংলাপ হতে পারে বলে মনে করেন তিনি।

শুক্রবার (২৭ জুলাই) বিকালে এক অনুষ্ঠানে সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘নির্বাচনে তফসিল ঘোষণার আর মাত্র তিন মাস বাকি। এই তিন মাসের মধ্যে সিডিউল ঘোষণা করা হবে। এর মধ্যে আনুষ্ঠানিক কোনও সংলাপের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সব কিছুই কি আনুষ্ঠানিক হতে হবে? চোখের দেখা-দেখি না হোক— টেলিফোনে তো অনানুষ্ঠানিক কথাবার্তা হতে পারে। এতে করে নিজেদের দূরত্ব কমে যায়। টেলিফোনে কথা বললে সমস্যা কোথায়।’

শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির সঙ্গে আলোচনায় বসার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভুল ব্যাখ্যা দেবেন কেন? আমি সংলাপের কথা বলিনি। আমি মনে করি, আগে যা বলেছি— এখনও তাই বলবো। বলেছি, আমাদের সঙ্গে কথাবার্তা তো হতে পারে। আনুষ্ঠানিক সংলাপের বিষয়ে আমি কোনও কথা বলিনি। কিন্তু আমাদের মধ্যে একটা ওয়ার্কিং, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, এর জন্য টেলিফোনে আমার সঙ্গে যে কেউ কথা বলতে পারেন।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আরও বড় হতে পারে, এমন ইঙ্গিত দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘নির্বাচন আসলে পোলারাইজেশন হবে। অ্যালায়েন্স বলেন, অ্যালায়েন্স তো আছে আমাদের, সেটা বাড়তেও পারে। অনেকেই তো জোটে আসতে চাইছে। অনেকেই আবার নিজেরাই আলাদা জোটে ডুকতে চাইছে। বিএনপির সঙ্গেও থাকবে না আওয়ামী লীগের সঙ্গেও নয়— এমন জোটও হতে পারে। শেষ পর্যন্ত বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়, এটা পরিষ্কার হবে অক্টোবরে।’

কয়লা দুর্নীতির খবর সরকারের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে কীনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘সরকার বিষয়টা নিয়ে কী ভাবছে? এসব ঘটনা পৃথিবীর সব দেশেই ঘটে থাকে। দেখতে হবে সরকার এখানে প্রো-অ্যাক্টিভ কীনা। এই বিষয়টিতে সরকার কতটা কনসার্ন। সরকার তো বিষয়টি সিরিয়াসলি দেখছে এবং এই বিষয়ে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ— এর সঙ্গে যারাই জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দেশে এত কর্মকাণ্ড হচ্ছে, এখানে এধরনের ঘটনা ঘটতে পারে। ঘটলে সরকার যদি এখানে নীরব থাকে বা এটাকে আশ্রয়-প্রশ্রয় দেয়, সেখানে আপনি প্রশ্ন করতে পারেন। সরকার তো এখানে নীরব নয়,সরকার বিষয়টি কঠোর হস্তে দেখছে।’

মেট্রোরেল প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকায় মেট্রোরেল প্রকল্প এখন দৃশ্যমান বাস্তবতা। অনেক স্থানেই এই রেল লাইন স্থাপনের জন্য পিলার বসে গেছে। কোথাও কোথাও কাজ আরও বেশি এগিয়ে গেছে। শিগগিরই নগরবাসী এর আরও বাস্তব রূপ দেখতে পাবে।’

এ সময় তিনি মেট্রোরেল প্রকল্পের কাজের অগ্রগতি দেখেন এবং কাজে নিয়োজিত জাপানি প্রকৌশলী ও সংশ্লিষ্টদের কাছে প্রকল্পের খোঁজ-খবর নেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর