thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ভারতের বেড়াতে গিয়ে বাংলাদেশি নারী ধর্ষণের শিকার

২০১৮ জুলাই ২৮ ০১:১৯:৫৬
ভারতের বেড়াতে গিয়ে বাংলাদেশি নারী ধর্ষণের শিকার

কলকাতা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বেড়াতে গিয়ে একজন বাংলাদেশি ধর্ষণের শিকার হয়েছেন বলে ওই নারী নিজেই থানায় অভিযোগ করেছেন। এই ঘটনায় অভিযুক্ত দুজনের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

অভিযোগকারী বাংলাদেশি নারীর মেডিক্যাল চেক-আপ শেষ হয়েছে। ২৭ জুলাই বারাসাত আদালতে তার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশি ওই নারীর বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুরের ভবানীপুর গ্রামে।

অভিযোগকারীর লিখিত বয়ান অনুযায়ী জানা গিয়েছে, ২৩ জুলাই বৈধভাবে ভারত-বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে ভারতের প্রবেশ করেন তিনি। সেখানেই তিনি একটি হোটেলে ছিলেন। পরদিন তিনি বারাসাতের কাজীপাড়া মামার বাড়িতে উঠেন। সেখান থেকে তিনি কলকাতা ঘুরতে যান। পথেই পরিচয় হয় দুজন ভারতীয় যুবকের সঙ্গে। সারাদিন ওই যুবকদের সঙ্গেই কলকাতায় বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে বেড়ান তিনজন। রাতে বারাসাতের একটি নামী আবাসিক হোটেলে উঠেন ওই মেয়েটি। সেখানেই ওই পরিচিত দুই যুবকের মধ্যে একজন তাকে ধর্ষণ করে।

যদিও এই ঘটনায় পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বারাসাত থানার পুলিশ প্রাথমিকভাবে মনে করছে দুজন যুবক বাংলাদেশি নারীর পূর্বপরিচিত ছিলেন। ধর্ষণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত রতন নামের একজনকে গ্রেফতার করেছে। তবে ধর্ষণের মূল অভিযুক্ত জগন্নাথ এখনও পলাতক বলে জানা গিয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৮,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর