thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ নির্ধারণী ম্যাচ সন্ধ্যায়

২০১৮ জুলাই ২৮ ১০:০২:০৪
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ নির্ধারণী ম্যাচ সন্ধ্যায়

দ্য রিপোর্ট ডেস্ক : তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে শনিবার (২৮ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ ও দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জয় পাওয়ায় এই ম্যাচটি হচ্ছে সিরিজ নির্ধারনী। আজ যারা জয় পাবে সিরিজ তারাই জিতবে। সেন্ট কিটসে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সন্ধ্যা সাড়ে ৭টায়।

টেস্ট সিরিজে হোয়াইট-ওয়াশের কঠিন স্মৃতি ভুলে প্রথম ওয়ানডেতে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। টানা পরাজয়ের বৃত্তে আবদ্ধ থাকা বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে পথ দেখালেন মাশরাফি বিন মর্তুজা। টেস্টের দুঃস্বপ্ন ভুলে রঙিন জার্সিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারালো বাংলাদেশ।

ব্যাট বলে অলরাউন্ড পারফরম্যান্স। তামিমের বড় সেঞ্চুরি, মাশরাফির ৪ উইকেট। সাকিবের ৯৭, মুশফিকের ১১ বলে ৩০। আর তাতেই প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে থাকলো মাশরাফির দল।

কিন্তু দ্বিতীয় টেস্টে চিত্রটা পুরো পাল্টে গেল। সহজ ম্যাচকে কঠিন করে স্নায়ুর লড়াইয়ে হেরে গেল বাংলাদেশ। সিনিয়রদের লড়াইয়ে জয়ের প্রান্তে এসেও জুনিয়রদের ব্যর্থতায় ৩ রানে দারুণ জয় উপহার পেল ওয়েস্ট ইন্ডিজ।

যার কারণে শেষ ওয়ানডেটি হয়ে উঠেছে দুই দলের জন্যই অঘোষিত ফাইনাল। দুই দলের জন্যই ম্যাচটি জেতাই হবে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ যেমন চাইবে গত ম্যাচের প্রতিশোধটা নিতে ঠিক তেমনি স্বাগতিকরাও দেশের মাটিতে শিরোপা ধরে রাখতে।

যদিও সবদিক থেকে স্বস্তিতেই আছে ক্যারিবিয়ানরা। কেননা গায়নার মাঠের মত সেন্ট কিটস বাংলাদেশের ব্যাটিং উপযোগী হবে না। ছোট মাঠে তাই বাড়তি সুবিধাটা স্বাগতিকদেরই। তাদের দুই টপ ওর্ডার ব্যাটসম্যান ক্রিস গেইল এবং লুইস টিকে গেলেই সহজ হয়ে যাবে। অপরদিকে এই ম্যাচটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। তবুও নিজেদের সেরাটা দিয়ে জয় পেতেই মরিয়া থাকবে টাইগাররা। সবকিছু মিলিয়ে সেন্ট কিটসে দারুণ এক ম্যাচই হতে যাচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে শেষ ওয়ানডে জিতলে, ২০০৯-এর পর আবারো ক্যারিবীয়দের মাটিতে সিরিজ জিতবে বাংলাদেশ। অন্যদিকে, পরাজয়ের শঙ্কায় থাকা ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছে। তাই বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকেই শেষ ম্যাচ খেলবে স্বাগতিক দল।

২০১২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলো বাংলাদেশ। দেশের মাটিতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো টাইগাররা। এরপর ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো স্বাগতিকরা।

অন্যদিকে, সেন্ট কিটসের পরিসংখ্যানও তাদের পক্ষে। ২০১৪-তে বাংলাদেশকে সিরিজের শেষ ওয়ানডেতে এই ভেন্যুতে ৯১ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ দল(সম্ভাব্য) : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ,মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য) : জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর