thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ভারতে শিক্ষার্থীবাহী বাস খাদে, নিহত ৩৩

২০১৮ জুলাই ২৮ ১৭:৫৪:৫৭
ভারতে শিক্ষার্থীবাহী বাস খাদে, নিহত ৩৩

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের রেইগাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়লে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন।

শনিবার মহাবলেশ্বরের কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের বহনকারী বাসটি খাদে পড়ে গেলে তাদের মৃত্যু হয়। খরব জি নিউজের।

খবরে বলা হয়েছে, রেইগাদ জেলার মহাবলেশ্বরের নিকটবর্তী আমবেনালি ঘাটের পর্বতময় এলাকায় ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বাসটি ২৫০-৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

ওই বাসে দাপোলি কৃষি বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ৩৪ জন শিক্ষক-শিক্ষার্থী ছিলেন। তারা একটি বনভোজনে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে ঘটনার পর সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। এছাড়া বাসের আটকে পড়াদেরও উদ্ধার করছে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।

এর আগে চলতি মাসেই উত্তরাখণ্ডের পাউরি গারহওয়াল জেলায় এক বাস দুর্ঘটনায় ৪৮ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়। ৪৪ জন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আর বাকি চারজনকে ধুমাকোটে একটি হাসপাতালে নিয়ে যাওয়ার তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় ২২ সিটের ওই বাসে ৬০ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ২২ জন পুরুষ, ১৬ জন নারী ও ১০ জন শিশু ছিল।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর