thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

রাজশাহীতে বিজিবি মোতায়েন, বাকি দুই সিটিতেও

২০১৮ জুলাই ২৮ ১৯:২১:৩৩
রাজশাহীতে বিজিবি মোতায়েন, বাকি দুই সিটিতেও

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া একই দিনে অনুষ্ঠেয় সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আগে এই দুই সিটিতেও বিজিবি মোতায়েন করা হচ্ছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকেই তারা কাজ শুরু করেছেন। এখানে আরও চার প্লাটুন বিজিবি রিজার্ভ রাখা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এলাকাতেও বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বরিশালে ১৫ প্লাটুন ও সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। রাজশাহীর মতো এই দুই সিটিতে চার প্লাটুন করে বিজিবি রিভার্জ রাখা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর