thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ফেনসিডিল রাখার অভিযোগে ইমাম গ্রেফতার

২০১৮ জুলাই ২৮ ২১:৪৮:৩৫
ফেনসিডিল রাখার অভিযোগে ইমাম গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম হাফেজ মাওলানা মো. ইলিয়াস আলী। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কালসিমাটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় নয়মাইল বাজারের একটি অটো রাইস মিল মসজিদের ইমাম।

শুক্রবার সন্ধ্যায় কালসিমাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ দাবি করেছে, এর আগে গাড়িদহ মাদরাসাপাড়া থেকে ফেনসিডিলসহ মিজানুর রহমান শাওন (৩৫) নামের এক পল্লী চিকিৎসককে আটক করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেশ কিছু মাদক ব্যবসায়ীসহ এই সিন্ডিকেটের মূল হোতাদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য দেয়। পুলিশের দাবি, চিকিৎসক শাওনের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার কালসিমাটি গ্রামের মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আলীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে তার হেফাজতে থাকা ফেনসিডিলগুলো বাড়ির পাশের একটি জলাশয়ে ফেলে দেওয়ার সময় ১০ বোতল ফেনসিডিলসহ ইলিয়াস আলীকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, গ্রেফতার ইলিয়াস আলীকে কারাগারে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৮,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর