thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

 ইমরানের দলের পতাকা জড়িয়ে কুকুর হত্যা

২০১৮ জুলাই ২৮ ২৩:২৬:৪০
 ইমরানের দলের পতাকা জড়িয়ে কুকুর হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে জয়ী সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পতাকা গায়ে জড়িয়ে দেওয়া একটি কুকুরকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় নৃশংস ওই ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই অপরারীদের গ্রেফতার করা হলো বলে পুলিশের টুইটের বরাত দিয়ে জানিয়েছে ট্রিবিউন।

শুক্রবার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, বালুর মধ্যে একটি গাছের সামনে পিটিআইয়ের পতাকা জড়িয়ে বসে আছে একটি কুকুর। এসময় দুইজনের কণ্ঠ শোনা যায়।

এরপরই শুরু হয় গুলির আওয়াজ। একে একে কুকুরটিকে লক্ষ্য করে তিনবার গুলি করা হয়। এসমসয় চিকিৎকার করে পিটিআইয়ের বিরুদ্ধে জালিয়াতি করে নির্বাচনে জয় পাওয়ার অভিযোগও শোনা যায়।

পুলিশ জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়ার বিরোধী দল কওমি ওয়াতান পার্টির দুই কর্মী ওই ঘটনায় গ্রেফতার হয়েছেন। তারা হলে- বান্নু জেলার জিন্দি আলী খেল এলাকার হজরত ওমর ও নাসিরুল্লাহ।

গ্রেফতার দুইজনের স্বীকারোক্তি দেওয়া একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে পুলিশ। এতে ওই দুইজনকে কুকুরকে গায়ে পতাকা জড়িয়ে গুলি করে হত্যার কথা স্বীকার করতে দেখা যায়।

সম্প্রতি একটি গাধাও এমন নিষ্ঠুরতা শিকার হয় পাকিস্তানে। গাধা হত্যার ওই ঘটনায়ও রাজনৈতিক কারণ জড়িত বলে জানা যায়।

সহিসংতা থেকে প্রাণীদের বাঁচাতে কর্তৃপক্ষকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলেতে আহ্বান জানিয়েছেন অনেকেই।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৮,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর