thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

২০১৮ জুলাই ২৯ ১০:২৩:১৮
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মোর্শেদুল আমিন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২৮ জুলাই) সকালে জেদ্দা-মক্কা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোর্শেদুল আমিন কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের সৈয়দ করিমের ছেলে।

নিহত মোর্শেদুল আমিনের সৌদি প্রবাসী চাচাতো ভাই সেলিম আহমদ জানান, কাজের উদ্দেশ্যে জেদ্দা থেকে মক্কা আসার পথে মোরশেদকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ বাধায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তার মৃত্যু হয়।

পোকখালী ইউপি মেম্বার কলিম উল্লাহ বলেন, খবর পেয়েছি মক্কা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছে মোরশেদ। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরব রয়েছেন। তার একটি মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। তার লাশ সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ জুলাই ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর