thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১০

২০১৮ জুলাই ২৯ ১০:২৬:৪১
ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (২৯ জুলাই) স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে দ্বীপের উত্তরাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্টের ৭ কিলোমিটার গভীরে।

দ্বীপটিতে ৩ লাখ ১৯ হাজার জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

স্থানীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৩ লাখ ১৯ হাজার মানুষের বসবাসের শহর মাতারাম থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি বেশি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ওই ভূমিকম্পের পর এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়।

ভূমিকম্পের পরই ‘হলুদ’ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ, যার মাধ্যমে ক্ষয়ক্ষতির হুঁশিয়ারি জানানো হয়। যদিও কোনো ধরনের সুনামি সতর্কতা দেখায়নি কর্তৃপক্ষ।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।

(দ্য রিপোর্ট/এনটি/ জুলাই ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর