thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

২০১৮ জুলাই ৩০ ১০:৫৩:১৩
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

দ্য রিপোর্ট প্র‌তি‌বেদক : রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাবের স‌ঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী গাঁজা রাজন (২৫) নিহত হয়েছেন।

রবিবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটে।

পরে সোমবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি রবিউল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীদের একটি চক্র আমিনবাজার থেকে নৌকা করে মাদকের একটি বড় চালান পাচার করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের নিয়মিত টহল টিম মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি এলাকায় বুড়িগঙ্গা নদীতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এসময় কয়েকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, মোহাম্মদপুর থানা পুলিশ ভোর সাড়ে ৩টার দিকে রাজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর