thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মেয়র প্রার্থীর ব্যালট শেষ, হিসাব চেয়ে ভোটকেন্দ্রে বুলবুল

২০১৮ জুলাই ৩০ ১৩:১৮:২৮
মেয়র প্রার্থীর ব্যালট শেষ, হিসাব চেয়ে ভোটকেন্দ্রে বুলবুল

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ইসলামীয়া ভোটকেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছেন। তার অভিযোগ—ওই কেন্দ্রে মেয়র প্রার্থীর ব্যালট শেষ হয়ে গেছে।

সোমবার (৩০ জুলাই) দুপুরে নগরীর ইসলামীয়া ভোটকেন্দ্রের বাইরে অবস্থান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

মোসাদ্দেক হোসেন বুলবুল প্রিসাইডিং কর্মকর্তার কাছে ব্যালটের হিসাব চেয়েছেন। তিনি বলেছেন, ব্যালটের হিসাব না পেলে তিনি সেখান থেকে যাবেন না।

ভোট দিরেছেন কি-না জানতে চাইলে তিনি জানান, এ রকম পরিস্থিতিতে ভোট দিয়ে লাভ কি?

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১৬০ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সিটিতে আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাঠে রয়েছেন।

এর বাইরে একজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সিটিতে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের মধ্যে মূল লড়াই হবে বলে জানা গেছে।

৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন, যার মধ্যে পুরুষ এক লাখ ৫৬ হাজার ৮৫ ও নারী এক লাখ ৬২ হাজার ৫৩ জন।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর