thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

পদত্যাগ করলেই কী সমস্যার সমাধান, শাজাহান খান

২০১৮ জুলাই ৩০ ১৬:৪৫:১৮
পদত্যাগ করলেই কী সমস্যার সমাধান, শাজাহান খান

দ্য রিপোর্ট প্রতিবেদক: মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেই সমস্যা সমাধান হয়ে যাবে কি না- প্রশ্ন তুলেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

বিমানবন্দরে বাসচাপায় দুই স্কুলশিক্ষার্থী নিহত হওয়ার পর সোমবার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা শাজাহান খানের পদত্যাগ চায়।

শাজাহান খান পরিবহন শ্রমিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও শাজাহান খানকে প্রায়ই পরিবহন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার দেখা যায়।

ছাত্রদের দাবির বিষয়ে মন্তব্য জানতে চাইলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ছাত্র বন্ধুদের বলতে চাই, পদত্যাগ করলেই কী এই সমস্যা সমাধান হবে। বাংলাদেশে দুর্ঘটনা কমানোর জন্য যত কার্যক্রম বিভিন্ন সরকারের সময়ে আমার নেতৃত্বে করতে পেরেছি, প্রত্যেকটি সরকারের সময়ে দুর্ঘটনা হ্রাস পেয়েছে।’

দুর্ঘটনা ঘটানো জাবালে নূর পরিবহনের মালিক নৌমন্ত্রীর শ্যালক- প্রকাশিত এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘এমন কিছু আমার জানা নেই।’

রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১১/১৫ জন শিক্ষার্থী।

চাকার নিচে পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর