thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বিএনপি নেতা মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন

২০১৮ জুলাই ৩০ ১৬:৫৯:৩১
বিএনপি নেতা মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন

দ্য রিপোর্ট প্রতিবেদক: অর্থ আত্মসাতের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর এরমধ্য দিয়ে এ মামলায় বিচার শুরু হলো।

সোমবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ মো. আতাউর রহমান এ অভিযোগ গঠন করেন।

আসামিপক্ষের আইনজীবী হান্নান ভূঁইয়া জানান, আদালতে আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করা হলে বিচারক তা নাকচ করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে ১৯ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।

হান্নান ভূঁইয়া বলেন, ‘অপর দুই আসামি হলেন- মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ডা. মাহবুবুর রহমান।’

সোমবার খন্দকার মোশাররফসহ তিনজন আদালতে হাজির ছিলেন। তাঁরা আইনজীবীর মাধ্যমে হাজিরা দাখিল করেন।

নথি থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ও বিশ্ব ব্যাংকের প্রকল্পভুক্ত বিদেশে গমনেচ্ছু কর্মকর্তা/কর্মচারীদের বিমানের টিকেট সরবরাহের বিষয়ে প্রতারণা, জালিয়াতি ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সাজানো দরপত্রের মাধ্যমে সরকারের ৪৮ লাখ ৫১ হাজার ৮০ টাকা ক্ষতি করে নিজেরা লাভবান হন।

এ ঘটনায় দুদকের উপপরিচালক লুৎফর রহমান ২০০৮ সালের ১ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।

২০১৭ সালের ১২ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর