thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সিটি নির্বাচন নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন মঙ্গলবার

২০১৮ জুলাই ৩০ ২৩:৪৪:১১
সিটি নির্বাচন নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন মঙ্গলবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবে বিএনপি। নির্বাচনে নানা অনিয়মের তথ্য-প্রমাণ সংবাদ সম্মেলনে উপস্থাপন করবে দলটি। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এদিন সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন হবে।

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে সোমবার রাতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার মামলা, সাংগঠনিক অবস্থা ও আন্দোলন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ৩০,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর