thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

লালমনিরহাট সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০১৮ জুলাই ৩১ ০৯:২১:৫০
লালমনিরহাট সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গোলাম হোসেন (৫৮) নামে এক সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ জুলাই) সকালে নিজ শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোলাম হোসেন উপজেলার চলবলা ইউনিয়নের নিথক অচিনতলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সীমান্ত সিনেমা হল মার্কেটের সার ব্যবসায়ী ছিলেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার গণমাধ্যমকে জানান, প্রতিদিনের ন্যায় সোমবার (৩০ জুলাই) দিনগত রাতে দুই মানসিক প্রতিবন্ধী ছেলেকে খাইয়ে ঘুমিয়ে পড়েন গোলাম হোসেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে পালিয়ে যায়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার গলাসহ শরীরের বেশ কিছু স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সকালে বিছানায় রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তার নামপরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনে আসা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। প্রতিবন্ধী ছেলেসহ সব বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর