thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

মৃধার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

২০১৪ মার্চ ০৪ ১৭:৩১:২৭
মৃধার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

বিশেষ প্রতিনিধি : রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসূফ আলী মৃধার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বিভাগীয় স্পেশাল জজ এসএম আতাউর রহমানের আদালতে মঙ্গলবার সাক্ষ্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক রেজাউর রহমান।

কড়া নিরাপত্তায় পুলিশ চট্টগ্রাম কারাগার থেকে মৃধাকে আদালতে নিয়ে আসেন। দুপুর ৩টা থেকে তার উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। চলে ৪টা পর্যন্ত।

এর আগে, সোমবার দুপুর পৌনে ১টার দিকে ইউসুফ আলী মৃধা চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মুজিবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মৃধার বিরুদ্ধে রেলওয়ে পূর্বাঞ্চলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন। ২০১০ সালের ৮ আগস্ট থেকে ৩১ জুলাই ২০১২ সালের মধ্যে বিভিন্ন সময়ে রেলওয়েতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তার ‍বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করে দুদক।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/এনআই/মার্চ ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর