thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ফিলিপাইনে বোমা বিস্ফোরণে নিহত ১০

২০১৮ জুলাই ৩১ ১১:৪৯:৪১
ফিলিপাইনে বোমা বিস্ফোরণে নিহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক : ফিলিপিন্সে একটি গাড়ি বোমা বিস্ফোরণে একজন সেনাসদস্য ও চারজন মিলিশিয়াসহ ১০জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ বাসিলানে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। খবর খালিজ টাইমসের।

ফিলিপিন্সের সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৫টা ৫০ মিনিটে মিন্দানাও-এর একটি দ্বীপ প্রদেশ বাসিলানের লামিটান শহরের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, লামিটান শহরের কলোনিয়া গ্রামে একটি সামরিক চৌকির সামনে একটি ‘সাদা ভ্যান’থেকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভ্যানটি পরীক্ষা করে দেখার সময় হঠাৎ করে বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একজন সেনাসদস্য, চারজন মিলিশিয়াসহ ১০জন নিহত হয়। এছাড়া আরও দুই মিলিশিয়া আহত হয়েছেন।

ফিলিপিন্স সেনাবাহিনী বলছে, এই হামলার পেছনে জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের হাত থাকতে পারে। জঙ্গি এই গোষ্ঠীটি ইসলামিক স্টেট (আইএস) এর প্রতি তাদের সমর্থন দিয়েছে। একইসঙ্গে বিদেশি ও ফিলিপিনি নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে।

কর্তৃপক্ষ বলছে, ১৯৯০ এর দশকে প্রতিষ্ঠালাভ করে জঙ্গি গ্রুপ আবু সায়াফ। এরপর থেকে এই গোষ্ঠী একে একে অনেক ব্যক্তিকে অপহরণ করে তাদের শক্ত অবস্থান বাসিলান ও সুলু জঙ্গলে আটকে রাখে।

আবু সায়াফের সাহায্য নিয়েই মাওতে জঙ্গিরা গেলো বছরের মে মাসে মারাউয়ি শহরে হামলা চালায়। এরপর নিরাপত্তা বাহিনী ও জঙ্গি গোষ্ঠীটির মধ্যে প্রায় পাঁচ মাসব্যাপী এক রক্তক্ষয়ী লড়াইয়ে এক হাজার দুইশর বেশি মানুষ নিহত হয়।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর