thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

ঈদে বাসের অগ্রিম টিকিট ৫ আগস্ট থেকে

২০১৮ জুলাই ৩১ ২০:৩৬:৪৯
ঈদে বাসের অগ্রিম টিকিট ৫ আগস্ট থেকে

দ্য রিপোর্ট প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট দেয়া হবে ৫ আগস্ট রবিবার থেকে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার জানান, এবারের ঈদের অগ্রিম টিকিট ৫ আগস্ট সকাল ছয়টা থেকে নিজ নিজ বাসের কাউন্টারের নির্ধারিত স্থানে বিক্রি হবে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২২ আগস্ট ঈদ হয় তাহলে এক সপ্তাহ আগে থেকে ঈদ যাত্রা শুরু হবে।

এদিকে ৮ আগস্ট থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত।

টিকিট বিক্রির সূচি অনুযায়ী ৮ আগস্ট দেয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে।

ঢাকার কমলাপুর রেলস্টেশনে এবারও ২৩ কাউন্টার থেকে টিকিট বিক্রি হবে। এছাড়া নারী যাত্রীদের জন্য থাকবে ২টি কাউন্টার। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা টিকিট বিক্রি হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

এছাড়া ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।

২৪ আগস্টের ফিরতি টিকিট দেয়া হবে ১৫ আগস্ট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।

ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টায় বিক্রি শুরু হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর