thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাতক্ষীরায় লরির ধাক্কায় নিহত ১

২০১৮ আগস্ট ০১ ১১:৩৯:৩২
সাতক্ষীরায় লরির ধাক্কায় নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় তেলবাহী লরির ধাক্কায় মোশরাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা শহরের সংগ্রাম মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশরাফ হোসেন জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামের শেখ আবু ইউসুফের ছেলে ও তিব্বত কোম্পানির সিনিয়র রিপ্রেজেনটেটিভ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন পেশাগত কাজে বুধবার পৌনে ১০টার দিকে মোটরসাইকেলে করে সদর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এ সময় সংগ্রাম মেডিকেলের সামনে মজুমদার ফিলিং স্টেশনের তেলবাহী একটি লরি তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গেলে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর