thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

খাগড়াছড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী জখম

২০১৮ আগস্ট ০১ ১২:১৫:৫৭
খাগড়াছড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী জখম

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে সালমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের স্বামী মো. বেলাল হোসেন (২৬) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে মানিকছড়ি উপজেলার তিনটহরী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলালের বাড়িতে চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। আহত বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহিউদ্দীন জানান, নিহতের গলায় ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে বেলাল হোসেন অনেকটা আশঙ্কামুক্ত। তবে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ওসি মুহাম্মদ রশীদ বলেন, ঘটনার প্রকৃত রহস্য খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে। নিহত সালমা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর