thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চুয়াডাঙ্গা থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ

২০১৮ আগস্ট ০২ ১১:০৩:৫০
চুয়াডাঙ্গা থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা থেকে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, চুয়াডাঙ্গার মালিকের রয়েল এক্সপ্রেস বাস ঝিনাইদহের ওপর দিয়ে চলাচলে বাধা ও সেখানে বাসটির কাউন্টার বন্ধের প্রতিবাদ এবং অবিলম্বে ঢাকা ও পটুয়াখালী রুটে চলাচলের সুযোগের দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে।

বাস ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার দৌলতদিয়ার বাস টার্মিনালে মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা সমস্যা সমাধানে দুই জেলার জেলা প্রশাসকসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর