thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

সময়ের ছড়া ।। মুস্তাফিজুর রহমান মুস্তাক

২০১৮ আগস্ট ০৩ ০১:৩২:০৩
সময়ের ছড়া ।। মুস্তাফিজুর রহমান মুস্তাক

১. একটি হাসি


এ যেনো সেই টিক্কা খানের হাসি
বোঝা যাবে দুই বেটাকে রাখলে পাশাপাশি।

ছোট্ট শিশুর চোখের পানি
মন কাঁদেনা তোর
টলেনা তোর চেয়ার খানি
কোথায় খুঁটির জোর?

২. গবাদির মিল

.বানরের গলে যদি বাধোঁ নারিকেল
.দেদদদদদেদেখিবে হরদম অভিনব খেল।
অপরের দুঃখে সে হাসে খিল খিল
আদমের চেহারায় গবাদির মিল।।

............................................................................................................................

............................................................................................................................

৩. হায়রে সাধের ঢাকা


হায়রে সাধের ঢাকা,
ফুলের মতো শিশুর বুকে
উঠলো গাড়ির চাকা।

তাইতো কচি শিশুর মুখে
প্রতিবাদের ভাষা,
ধোঁকাবাজির এই শহরে
দেখিনা আর আশা।


৪. উঠবে যখন গাড়ি


উঠবে যখন গাড়ি,
জানবে না সে সুস্হ হয়ে
ফিরবে কি না বাড়ি।

নীচেই পড়ে সেতু ছেড়ে
কিংবা মারে গাছে,
জীবন নিয়ে ঘরে ফেরে
সাধ্যি কাহার আছে?

আবার দেখি দুটি গাড়ি
মুখোমুখি মারে,
কেমন করে উঠবো গাড়ি
আমরা প্যাসেঞ্জারে?

দেশটা ধরে এমনি করে
করছে সময় পার,
নিরাপদ সড়ক চাই
কেউ শোনেনা আর।

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর