thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজশাহী থেকে সড়কপথে বাস চলাচল বন্ধ

২০১৮ আগস্ট ০৩ ১০:৩১:০৮
রাজশাহী থেকে সড়কপথে বাস চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী থেকে সব সড়কপথে বাস চলাচল বন্ধ রাখা রয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সারা দেশে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বাস মালিকেরা। তবে বাসের নিরাপত্তার কারণে তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান অভিযোগ করেন, শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে উচ্ছৃঙ্খল একটি গোষ্ঠী ঢুকে পড়েছে। তারা বাসে ভাঙচুর চালাচ্ছে। নিরাপত্তার কারণে তারা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাতে বাস চলবে।

বাস না চলার এমন সিদ্ধান্তের কথা অনেকেই জানতেন না। সে কারণে অনেক যাত্রী দুর্ভোগে পড়েন। শহর আলী নামে এক যাত্রী সকাল থেকেই বাসের অপেক্ষায় বসেছিলেন। তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না কীভাবে গন্তব্যে যাবেন।

স্কুলশিক্ষিকা দুলারী খাতুন বাঘায় গ্রামের বাড়িতে যাবেন বলে রওনা দিয়েছিলেন। বাস না পেয়ে তিনি গন্তব্যে যেতে পারেননি।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর