সখীপুর থানার ওসি এসএম তুহিন আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাদিয়া আক্তার ওই এলাকার আজহারুল ইসলামের মেয়ে ও স্থানীয় বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।এ ঘটনায় পুলিশ ঘাতক চালককে আটক ওপিকআপ জব্দ করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী নামক স্থানে হেঁটে বাড়ির দিকে আসছিল সাদিয়া। এসময় বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়।
এসময় স্থানীয়রাগুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে। সেখান তার অবস্থার অবনতি হলে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে জড়িত চালকের শাস্তি দাবি করে।
(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৩,২০১৮)