thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

নারায়ণগঞ্জে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

২০১৮ আগস্ট ০৪ ০৯:৪৩:০৭
নারায়ণগঞ্জে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় লিমন নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ আগস্ট) রাত ৯ টার দিকে বন্দরে রূপালী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লিমন সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার দিনমজুর সোহেল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাকান্দা থেকে বন্দর খেয়াঘাটের দিকে যাচ্ছিলো ইজিবাইকটি। এসময় রূপালী আবাসিক এলাকায় পৌছালে রাস্তার পাশে থাকা শিশু লিমনকে চাপা দেয়। এতে লিমন গুরুতর আহত হয়। দুর্ঘটনার সময়ে লিমনের বাবাও সঙ্গে ছিলেন। তাৎক্ষণিভাবে লিমনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মন্ডল গণমাধ্যমকে জানান, রূপালীতে ইজিবাইকের চাপায় লিমন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের চালককে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর