thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে ট্রাকের ধাক্কায় আহত ১, চালক-সহকারী আটক

২০১৮ আগস্ট ০৪ ০৯:৫০:৩০
রাজধানীতে ট্রাকের ধাক্কায় আহত ১, চালক-সহকারী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (৩ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ী গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় একজন আহত হয়েছেন। তার বয়স ৪০ বছর। সঙ্গে সঙ্গে তাকে মনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় গুরুতর আঘাত আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি আরও জানান, স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রাকচালক ও তার সহকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর