thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিদেশি নাগরিকের গাড়ি আটকে দিলো শিক্ষার্থীরা

২০১৮ আগস্ট ০৪ ১৭:৩৪:১০
বিদেশি নাগরিকের গাড়ি আটকে দিলো শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার বিদেশি নাগরিকের গাড়ি আটকে দিয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে গাড়িটি শাহবাগ পার হওয়ার সময় আন্দোলনকারীরা থামানোর সংকেত দেয়। তবে চালক না থামিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। পরে পুলিশের হস্তক্ষেপে গাড়িটি শাহবাগ থানায় নিয়ে আসা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, ‘গাড়ির ভেতর দুজন রয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। তারা এখনও গাড়ির ভেতরে অবস্থান করছেন। তারা ভয় পেয়ে গাড়ি থেকে নামছেন না। আমরা তাদের আশ্বস্ত করার চেষ্টা করছি। এখানে আমাদের সিনিয়র স্যাররা রয়েছেন।’

পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা দুজনই সুইডিশ নাগরিক। এদের মধ্যে একজনের স্ত্রী ইউনিসেফে কাজ করেন। আরেকজন গাড়ি চালাচ্ছিলেন। তার কাছে ডাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র নেই। তবে তাদের নিরাপদে সুইডেন দূতাবাসে পৌঁছে দেওয়া হবে।

রমনা জোনের এডিসি আজিম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি তারা ইউএন কর্মকর্তা। সুইডিশ নাগরিক। তারা গাড়ি থেকে বের হচ্ছেন না। আমরা ইউএনের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছি।’

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‍্যাডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওইদিন দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাঁ-পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। গত সাত দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর