thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবরোধের ঘোষণা এরদোগানের

২০১৮ আগস্ট ০৪ ১৯:০৮:৫৯
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবরোধের ঘোষণা এরদোগানের

দ্য রিপোর্ট প্রতিবেদক: তুরস্কের দুই মন্ত্রীর ওপর অবরোধের প্রতিবাদে এবার যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বিরুদ্ধে অবরোধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তবে ওই দুই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

অবরোধ দেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওই দুই কর্মকর্তার সম্পদ জব্দ করারও নির্দেশ দিয়েছেন এরদোগান। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর দিয়েছে।

তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক অনুষ্ঠানে রবিবার এরদোগান এ ঘোষণা দেন। এ সময় এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রের বিচার ও স্বরাষ্ট্র বিভাগের সম্পদ জব্দ করা হবে।

এরদোগান বলেন, আমি এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের আজ নির্দেশ দিয়েছি। যদি তুরস্কে তাদের কোনো সম্পদ থাকে তাহলে তা জব্দ করা হবে।

তিনি বলেন, তুরস্কের জনগণ পিছু হটবে না। কারণ যুক্তরাষ্ট্র যে অবরোধ দিয়েছে তা অযৌক্তিক এবং খুবই উদ্ধত্যপূর্ণ।

তুরস্কের গোয়েন্দাবৃত্তি ও সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ধর্মযাজক ব্রান্সন প্রায় ২০ মাস ধরে আটক রয়েছেন।

এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টায় মদদ দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়। সম্প্রতি তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি রাখা হয়েছে।

ব্রান্সনকে আটকের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ওপর অবরোধ জারি করেছে। এর প্রতিবাদে রবিবার এ ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর