thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নওশাবা আহমেদ চারদিনের রিমান্ডে

২০১৮ আগস্ট ০৫ ১৭:৪৩:১৬
নওশাবা আহমেদ চারদিনের রিমান্ডে

দ্য রিপোর্ট প্রতিবেদক; অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা বিকাশ (উপপরিদশক) রবিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন।

তদন্তকারী কর্মকর্তা তাকে সাতদিনের রিমান্ডের আবেদন করেন। নওশাবার পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মাজহারুল হক চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ফেসবুকে লাইভে এসে গুজব ছড়ানোর অভিযোগে শনিবার (৪ আগস্ট) নওশাবা আহমেদকে আটক করে র‌্যাব। পরে র‌্যাব-১ এর ডিএডি মো. আমিনুল ইসলাম উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর