thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮২

২০১৮ আগস্ট ০৬ ০৮:৫৫:৫৪
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮২

দ্য রিপোর্ট ডেস্ক : সপ্তাহখানেকের ব্যবধানে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লোম্বকে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮২ জনের প্রাণহানি হয়েছে।

রবিবার (৫ আগস্ট) রাতের এ ভূমিকম্পে আহত হয়েছেন শত শত মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বাড়িঘর ও ভবন। ভূমিকম্পের পর জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর- বিবিসির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল সাত। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর প্রায় ২৪ বার ভূকম্পন অনুভূত হয়েছে। সুনামির আশঙ্কায় সতকর্তা জারি করা হলেও এক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।

ভূমিকম্পে লোম্বোক দ্বীপের প্রধান শহর মাতারাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইন্দোনেশিয়ার জরুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভূমিকম্পের পর পরই গোটা দ্বীপে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে। যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর