thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বঙ্গোপসাগরে ৩৫ জেলে অপহরণ

২০১৮ আগস্ট ০৬ ১০:১০:৫৭
বঙ্গোপসাগরে ৩৫ জেলে অপহরণ

বরগুনা প্রতিনিধি : বঙ্গোপসাগরের হিরণ পয়েন্ট এলাকায় ট্রলারে হামলা চলিয়ে ৩৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় তারা ট্রলার থেকে মালামালও লুটে নেয়।

রবিবার (৫ আগস্ট) ফিরে আসা জেলে ও ট্রলার মালিক সমিতি সূত্র জানিয়েছে, শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের হিরণ পয়েন্ট ও এর আশপাশের এলাকায় মাছ শিকারের সময় সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু বাহিনী অতর্কিত হামলা চালিয়ে অন্তত ২৫টি ট্রলারে লুটপাট শেষে ৩৫ জন মাঝিকে অপরহরণ করে নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত মুক্তিপণের অর্থের পরিমাণ ও নিজেদের পরিচয় জানায়নি তারা। অপহৃত জেলেরা বরগুনা, পিরোজপুর ও বাগেরহাট জেলার।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, ঝড়ের কবলে পড়ে অনেক ট্রলারের জেলেরা এখনও নিখোঁজ। এখন পর্যন্ত ৮ জেলের মরদেহ উদ্ধার হয়েছে। এ অবস্থায় দস্যুদের আক্রমণে দিশেহারা আমরা।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর