thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

যশোরে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

২০১৮ আগস্ট ০৭ ০৮:৩৭:০০
যশোরে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

যশোর প্রতিনিধি : যশোরের শার্শায় সৌদি আরব প্রবাসী স্বামীর ওপর অভিমান করে আঞ্জুয়ারা বেগম (২৭) নামে এক গৃহবধূ অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (৬ আগস্ট) রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শার্শা উপজেলার বেলতা গ্রামের সৌদি আরব প্রবাসী শিমুল হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শিমুল হোসেন স্ত্রীর আঞ্জুয়ারা বেগমের সাথে ফোনে কথা বলেন। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় স্বামীর ওপর অভিমান করে আঞ্জুয়ারা বেগম সকলের অগোচরে চুইংগামের সাথে গ্যাসের ট্যাবলেট খান।

পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর