thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ট্রেনে কাটা পড়ে চবি ছাত্রের দুই পা বিচ্ছিন্ন

২০১৮ আগস্ট ০৮ ১১:৩১:৫৪
ট্রেনে কাটা পড়ে চবি ছাত্রের দুই পা বিচ্ছিন্ন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে স্টেশনে শাটল ট্রেনে কাটা পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র রবিউল আলমের (২৫) দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিউল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-২০১৩ সেশনের ছাত্র।

বুধবার সকালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার।

রেলওয়ে ষোলশহর পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানিয়েছেন, শাটল ট্রেনে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রবিউল প্রতিদিনের মতো সকাল আটটার দিকে ষোলশহর রেলস্টেশনে যান।

বিশ্ববিদ্যালয়গামী ট্রেনটি সকাল সোয়া আটটার দিকে ষোলশহর স্টেশনে আসলে রবিউল চলতি অবস্থায় উঠতে যায়। এসময় সে ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে যায়।

এতে কাটা পড়ে তার দুই পায়ের হাঁটু থেকে নিচের সম্পূর্ণ অংশ। এরপর সকাল সাড়ে আটটার দিকে মুমূর্ষু অবস্থায় সহপাঠীরা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। রবিউল চমেক হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর