thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

২০১৮ আগস্ট ০৮ ১১:৪৩:১৭
কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুমিল্লা প্রতিনিধি: জেলার চৌদ্দগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফারুক (৪২) নামের একজন নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসা করতেন বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দারসংলগ্ন কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই উপজেলার রামরাই গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লার একটি দল মাদক উদ্ধার করতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দারসংলগ্ন কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক ও তাঁর সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ফারুক নিহত হন।

কুমিল্লায় র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান খুদে বার্তায় জানান, নিহত মাদক ব্যবসায়ী ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গুলি-পিস্তল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর