thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

২০১৮ আগস্ট ১০ ১০:৩২:২২
মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী মকবুল (৩৬) নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। আহতদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার ভোর ৪টার দিকে লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ২টি মোবাইলহ ৫শ পিস ইয়াবা ও ৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। নিহত মকবুলের নামে ১২টির মতো মাদক মামলা রয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব ১১, সিপিসি-১ এর এএসপি মুহিতুল ইসলাম জানান, লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতু পুর্বাসন এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে র‌্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ অবস্থায় ৪-৫ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ মকবুলকে পড়ে থাকতে দেখা যায়। পরে মকবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর