thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

২০১৩ নভেম্বর ০৮ ১৮:৩২:৫৬
সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কানিজ ফাতেমা তাসনিম (১৮)। এ ঘটনায় আহত হয়েছেন তাসনিমের খালা ও অপর দুই রিকশা চালক।

আহতরা হলেন- তাসনিমার খালা রুবিনা আক্তার রুমি (২৭), রিকশাচালক ফজলু রহমান (৩২) ও নুরুল আলম (৫৪)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মতিঝিল শাপলা চত্বরে শুক্রবার বিকেল ৫টায় বিআরটিসির একটি ডবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

তাসনিমের খালা রুবিনা জানান, দ্বাদশ শ্রেণীর ইংলিশ দ্বিতীয়পত্রের পরীক্ষা শেষে রিকশাযোগে যাত্রাবাড়ীর বাসায় ফেরার সময় মতিঝিল শাপলা চত্বরে বিআরটিসির ডবল ডেকার বাসটি তাদের রিকশাসহ অপর এক রিকশাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি আটক করা হয়েছে।

তাসনিমের বাবা খালেক হাওলাদার। দেশের বাড়ি বরিশাল গৌরনদীর জঙ্গলবাড়ি গ্রামে।

(দিরিপোর্ট২৪/এস/এমএআর/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর