thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নতুন ই-কমার্স সাইট শপহুডস

২০১৮ আগস্ট ১০ ১৪:০০:২৩
নতুন ই-কমার্স সাইট শপহুডস

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের বাজারে যাত্রা শুরু করল নতুন ই-কমার্স সাইট শপহুডস। এ সাইটে পোশাক থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের ফরমাশ দেওয়া যাবে।

শপহুডসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে বিদেশি পণ্যের ফরমাশ দিলেও তা বাসায় পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। সঠিক দামে প্রকৃত পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেয় তারা।

অনলাইন পেমেন্টসহ সহজে অর্থ পরিশোধের সুবিধা রয়েছে শপহুডসে। এর উদ্যোক্তারা জানান, সরাসরি উৎপাদনকারীদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে অনলাইনে বিক্রি করেন তাঁরা। এ সাইটে অনেক বেশি পণ্য পাওয়া যাবে। বিস্তারিত www.shophoods.com থেকে জানা যাবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১০,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর